পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নে অগ্নিকান্ডে এগারো বসতঘর পুুড়ে ছাই হয়েছে। ২৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত দেড়টার দিকে উম্মত আলী চৌধুরী বাড়িতে রান্না ঘরের চুলা থেকে এ অগ্নিকান্ডে ঘটনা ঘটে। জানা গেছে, রাত ১.২০ মিনিটের দিকে বাদশা মিয়ার বসত ঘরে আগুন দেখতে পায়। মুহুর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী সবগুলো টিন সেটের আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এসময় শীতের রাতে আগুন লাগার খবর শুনে প্রতিবেশিরা জড়ো হয়ে আগুন নেভাতে থাকে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করে। আগুনে বাদশা, ফজলুল কাদের, আমজুর, মনছুর, মো. ফরিদ, আবদুল গফুর, আবছার, মো. মুছা, মো. ইদ্রিস, মো. ইছহাকের ঘরের নগদ অর্থসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ হাশেম জানিয়েছেন, রান্না ঘরের চুলা থেকে সৃষ্ট আগুনে ৫নং ওয়ার্ডের ১১টি বসত ঘর পুড়ে ছাই হয়। ক্ষতিগ্রস্থদের মাঝে শুক্রবার খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাঈদুল ইসলাম জানান, রান্না ঘরের চুলা হতে আগুন লেগেছে। স্টেশন হতে আশিয়ার দুরত্ব থাকা এবং ঘনবসতি পূর্ণ এলাকায় হওয়ায় আমাদের আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।