অরুন নাথ,পটিয়া প্রতিনিধিঃ
শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শিক্ষামন্ত্রনালয় অধীনে দীর্ঘ বছর যাবৎ সাড়া দেশের মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের মাঝে একযোগে প্রতি বছরের প্রথম দিবসে উৎসব মুখরে বিনামূল্যে বই হাতে তুলে দেওয়ার এক অনন্যা উদ্যোগ গ্রহন করেন।এরই ধারাবাহিকতায় আজ রবিবার ১লাজানুয়ারী-২০২৩
সকাল ১০টা নাগাদ চটগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব পালন ও নতুন পাট্যপুস্তক বিতরন করা হয়।
এসময়ে উপস্হিত বিদ্যালয পরিচালনা পরিচালনা পরিষদের সভাপতি এবং উপজেলা আ,মীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আবু সুফিয়ান টিপু,সহ-সভাপতি শাহীন আকতার,সদস্য মোঃ মিজানুর রহমান,শিক্ষক ইসমত আরা,বিলকিছ আকতার,কোহিনুর আকতার,সংগীতা বড়ুয়া,নাসরিন আরা আলম,চিন্ময়ী চৌধুরী,আকলিমা আকতার,উৎফল শীল,অভিজিৎ গুপ্ত,সদস্য সচিব প্রনতি বালা রায় প্রমুখ।
উল্লেখ্য এ নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেন অনুষ্টানের অতিথি বৃন্দরা।
শিক্ষার্থীরা এ নতুন বই হাতে পেয়ে এক আনন্দ উল্লাসে বই উৎসবের সমাপ্তি হয়।