অরুন নাথ,পটিয়া প্রতিনিধিঃ
“এসো মিলি প্রাণের উল্লাসে শৈশবের ভেলায়”এই প্রতিপাদ্যে দক্ষিন চটগ্রামের ঐতির্য্যবাহী শিক্ষা প্রতিষ্টান পটিয়া উপজেলার কুসুমপূরা হাইস্কুল এন্ড কলেজ এর বহুল প্রত্যাশিত পূনমিলনী ও মিলনমেলা আগামীকাল শনিবার(৩১শে ডিসেম্বর) দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্টানমালায় অনুষ্টিত হতে যাচ্ছে।এ অনুষ্টান মালার আয়োজন করেছেন কুসুমপূরা হাইস্কুল এন্ড কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ।
উক্ত দিনব্যাপী অনুষ্টানমালায় উদ্ভোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকার সদয় সম্পতি জ্ঞাপন করেছেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্হিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন মন্ত্রী পরিষদ বিভাগের উপ-সচিব খোরশেদ আলম খান,পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার আতিকুল মামুন,টি.কে.গ্রুপ চেয়ারম্যান আবুল কালাম,এস,আলম,গ্রুপ পিএস টু চেয়ারম্যান আকিজ উদ্দিন চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস সোলতান,শিল্পপতি জামাল ছাওার মিয়া,পটিয়া উপজেলা আ,মীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম সামশুজ্জামান চৌধুরী,সাধারন সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ,মাধ্যমিক শিক্ষা অফিসার রমা কান্তি মজুমদার,চেয়ারম্যান আমিনুল ইসলাম খান টিপু,চেয়ারম্যান জাকারিয়া ডালিম,প্রগতি ইন্সুরেন্স লিঃ ইনচার্জ নজরুল ইসলাম,কুসুমপুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন,সাবেক চেয়ারম্যান রেজাউল করিম নেছার,সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বাচ্চু।
আজ শুক্রবার (৩০শে ডিসেম্বর)বিকেলে এ অনুষ্টানকে ঘিরে এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে।এ সভায় বক্তব্য রাখেন কুসুমপূরা হাইস্কুল এন্ড কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আহ্বায়ক মোঃ দিদারুল আলম
সচিব আবু সুফিয়ান টিপু,
সদস্য মোঃ আসহাব উদ্দীন
মোঃ আলী,মোঃ জসিম উদ্দিন,কাজী বেলাল,মোঃ হোছাইন,মোঃ জাবের মেম্বার,মোঃ শফি,নুর উদ্দিন, মোঃ ওসমান,জাবেদ সোহেল, মোঃ আলী, ডাঃ খায়ের আহমেদ, মোঃ মিজান, নেজাম উদ্দিন,মোঃ ইউছুপ, আলমগীর, এরফান মাস্টার,
শৃংখলা উপ কমিটির আহ্বায়ক
আলহাজ্ব খোরশেদ আলম
যুগ্ম আহ্বায়ক মহি উদ্দিন সুমন সদস্য সচিব আমিনুল ইসলাম লিটন,
জানে আলম, মিসবাহ, এয়াকুব সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য সভায় বক্তরা বলেন কুসুমপুরা হাইস্কুল এন্ড কলেজের এই পূর্নমিলনী ও মিলনমেলা অনুষ্টান সুশৃংখলায় সফল হলে প্রানপ্রিয় প্রতিষ্টানের আরো সুনাম বিদ্ধি পাবে।তার লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।আগামীকাল সবাই একযোগে সফলতার লক্ষে সকলকে কাজ হবে।এবং যে কোন বিনিময়ে সকল অনুষ্টান সফল করার লক্ষে মনে প্রানে নিজ নিজ দায়িত্ব কর্ম সম্পাদন করার আহব্বান জানান উপস্হিত নেতৃবৃন্দরা।