অরুন নাথ, পটিয়া প্রতিনিধিঃ
চটগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়ন এলাকার লামার বাজারে আল-কুরআন একাডেমি’র নতুন ভবনের ভিওি প্রস্তর স্হাপন, গুনীজন সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ উপলক্ষে আল-কুরআন একাডেমি পরিচালনা পরিষদের সভাপতি জনাব আবু তালেব এর সভাপতিত্বে এবং মোহাম্মদ রাশেদ এর সঞ্চালনায় এক সভা অনুষ্টিত হয়।
এ অনুষ্টানের প্রধান অতিথি ছিলেন মীর গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক আলহাজ্ব আব্দুস সালাম।
উদ্ভোধক হিসেবে উপস্হিত ছিলেন জিরি মাদ্রাসা পরিচালক মৌঃ খোবাইব বিন তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন জিরি সুবেদার গ্রুপ চেয়ারম্যান জনাব ফেরদৌস ওয়াহিদ বাপ্পী, আলম স্টীল চেয়ারম্যান আলহাজ্ব সামশুল আলম সওদাগর, বিসমিল্লাহ এন্টার প্রাইজ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাবুল, জেনুইন এন্টার প্রাইজ চেয়ারম্যান বদিউল আলম সওদাগর, এ আর টায়ার কর্পোরেশন চেয়ারম্যান নুরুল আবছার। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জিরি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম খান টিপু,বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম, বীর মুক্তিযোদ্ধা জনাব আবু তাহের চৌধুরী।
বক্তব্য রাখেন জিরি ইউপির সাবেক চেয়ারম্যান আমান উল্লা আমান, মোঃ শফিকুর ইসলাম, ইউনিয়ন আ’মীলীগ নেতা সিরাজুল ইসলাম তালুক দার, শিক্ষক মৌঃ ছগির, মৌঃ হায়দার, মৌঃ রাশেদ প্রমুখ।
উল্লেখ্য সভা শুরুর পূর্বাহ্নে আল-কুরান একাডেমি নতুন ভবনের ফলক উম্মোচন, মাটি কাটা ও দোয়া-মোনাজাতের মাধ্যামে ভিওি প্রস্তর স্হাপন করেন অনুষ্টানের প্রধান অতিথি এবং অন্যান্য অতিথি বৃন্দ।এরপর সভা শুরুতে অতিথিদের পুস্পিত শুভেচ্ছায় বরন, সংবর্ধিত অতিথিদের সম্মাননা ক্রেষ্ট প্রদান সহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে আলোচনা সভা সম্পন্ন হয়।