অরুন নাথ,পটিয়া প্রতিনিধিঃ
চটগ্রামের পটিয়া উপজেলা জিরি ইউনিয়ন ৪নং ওয়ার্ড এলাকার (নাথপাড়া)গ্রামের শিব মন্দির মাঠ প্রাঙ্গনে স্বামী হরিয়ানন্দ অবধূত মহারাজ আর্ভিভাব উদযাপন পরিষদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় সনাতন ধর্মীয় ভাগবতীয় চেতনার প্রসার, স্বধর্ম পরিপোষক,বিশ্ব শান্তি কামনায় ও শ্রীমৎ স্বামী হরিয়ানন্দ অবধূতের মহারাজের ৭ম তিরোধান দিবস উপলক্ষে দিনব্যাপী ধর্মীয় নানান অনুষ্টানের মধ্য দিয়ে পালিত হয়েছে।
এ অনুষ্টান মালা মাঙ্গলিক শঙ্খ ধ্বনি,সমবেত প্রার্থনা, চন্ডী পাঠ, জগৎ মঙ্গল কামনায় মহতী ব্রক্ষ্মযজ্ঞ, গুরু পূজা, ভোগ আরতি, ভোগ নিবেদন সহ আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরন করা হয়।
এতে শ্রী শ্রী চন্ডী পাঠে অংশ গ্রহন করেন বাবু নিউটন দেব নাথ।রাজিব দেব নাথ ও শিবু রন্জন নাথের পরিচালনায় মহতী ব্রক্ষ্মযজ্ঞে পৌরহিত্য করেন শ্রীমৎ স্বামী শংকরানন্দ অবধূত মহারাজ।
এ অনুষ্টানে আমন্ত্রিত সন্যাসী হিসেবে উপস্হিত ছিলেন শ্রীমৎ স্বামী ছত্রশ্বরানন্দ অধধূত,শ্রীমৎ রাখালানন্দ ব্রক্ষ্মচারী,শ্রীমৎ ভবানন্দ চৈতন্য,শ্রীমৎ স্বামী যজ্ঞেশ্বরানন্দ সহ আরো বিভিন্ন মঠ-মন্দিরের সাধু-সন্যাসী এবং হরিয়ানন্দ অবধূত আর্ভিভাব দিবস উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা।
উল্লেখ্য এ মাঙ্গলিক অনুষ্টানে দুর-দুরান্ত থেকে স্বধর্ম পিপাসু হাজারো ভক্তের উপস্হিতে মন্দির এলাকা লোকে-লোকারন্যে পরিনত হয়।