অরুন নাথ,পটিয়া প্রতিনিধিঃ
জীব জগতের কল্যান এবং বিশ্ব শান্তি কামনায় পটিয়া উপজেলার ঐতির্য্যবাহী পশ্চিম জিরি সনাতনী গীতা গুরু সংঘ ও গীতা স্কুলের ১৫তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবার গতকাল শুক্রবার (২০শে জানুয়ারী) দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় মাঙ্গলিক অনুষ্টান মালায় দিবসটি উদযাপন করা হয়েছে।
এ অনুষ্টান মালায় রয়েছে নগর কীর্ওন,মঙ্গল প্রদীপ প্রজ্বলন,শ্রী শ্রী চন্ডীপাট,মাতৃ সংগীত,গুরুপূজ,পার্থ সারথী পূজা বিশ্বশান্তি কামনায় মহতী ব্রক্ষযজ্ঞ ও দীক্ষাদান,
আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরন।
এতে সমগ্র অনুষ্টানের পৌরহিত্য করেছেন চটগ্রাম ফতেয়াবাদ ব্রক্ষানন্দ যোগাশ্রম অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দ গিরি মহারাজ।
গীতাযজ্ঞে আহুতি প্রদান করেছেন সীতাকুন্ড শংকরমঠ ও মিশন এর সন্যাসী পর্যায়ক্রমে স্বামী মুক্তানন্দ গিরি মহারাজ,
উওমানন্দ গিরি মহারাজ,সজলানন্দ গিরি মহারাজ,জগদিশ্বরানন্দ গিরি ,চৈতন্য ব্রক্ষচারী।
আরো উপস্হিত ছিলেন পশ্চিম জিরি উৎসব উদযাপন পরিষদের সভাপতি বাবু রিটন কুমার শীল,সাধারন সম্পাদক বাবু বিপ্লব কান্তি দাশ সহ সংগঠনের আরো অন্যন্যা সদস্য বৃন্দ।