অরুন নাথ, পটিয়া প্রতিনিধিঃ
চটগ্রামের পটিয়া উপজেলা জিরি ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ৬ই জানুয়ারী-২০২৩ শুক্রবার বিকেল ৩টায় মহিরাহিখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৯নং ওয়ার্ড আ,মীলীগের সভাপতি আবদুল ছমদ এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আবদুল রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্টিত হয়।
এ সম্মেলনের উদ্ভোধক ছিলেন ইউনিয়ন আ,মীলীগের সভাপতি আজিমুল হক।প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা আ,মীলী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম সামশুজ্জামান চৌধুরী।প্রধান বক্তা ছিলেন জিরি ইউনিয়ন আ,মীলীগ সাধারন সম্পাদক চেয়ারম্যান আমিনুল ইসলাম খান টিপু।বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য ও দঃ জেলা আ,মীলীগ নেতা বাবু দেবব্রত দাশ দেবু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডাঃ তিমির বরন চৌধুরী,মাজেদা বেগম শিরু, উপজেলা আ,মীলীগ সাধারন সম্পাদক অধ্যাপক হারুনূর রশিদ,উপজেলা আ,মীলীগ নেতা মোজাম্মেল হোসেন রাজধন,বাবু খোকন দাশ,আবদুল্লাহ আল হারুন,কাজী আমান উল্লা আমান,মোঃ রবিউল আলী,উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক মাষ্টার রিটন নাথ প্রমুখ।
উক্ত সভা শেষে নবগঠিত কমিটিতে সভাপতি মোঃ জেবল হোসেন,সাধারন সম্পাদক বাবু বিভূ শীলকে মনোনিত করে এক ঘোষনা পত্র পাট করেন সম্মেলনের প্রধান অতিথি ও উপজেলা আ,মীলী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম সামশুজ্জামান চৌধূরী।এ ঘোষনায় উপস্হিত কাউন্সিলর ও নেতা,কর্মীদের উৎসাহ,উদ্দীপনায় এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয় সম্মেলন স্হল।এ ছাড়া সম্মেলনকে ঘিরে খ্যাতিমান সংগীত শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।