অরুন নাথ,পটিয়া প্রতিনিধিঃ
পাউবো’র জলবদ্ধতা রোধে, বন্যা নিয়ন্ত্রন, নিস্কাশন ও সেচ প্রকল্পের ১১শ ৫৮কোটি টাকার কাজ শুরু হতে যাচ্ছে। আজ বুধবার(৩০শে নভেম্বর) বিকেল ৩টায় পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুখ এমপি পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ব্যাংক মাঠে প্রকল্পের আনুষ্টানিক শুভ উদ্ভোধন করেন।পটিয়ার চতুর্দিকে বেড়ীবাধ, ব্লক, বন্যা নিয়ন্ত্রণ, নিস্কাশন, চাষাবাদে সেচ সুবিধার জন্য খাল খনন সহ নানাবিধ কাজের সুফল আসবে পটিয়ায়।
প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক এমপি ফলক উম্মোচনের মধ্য দিয়ে শুভ উদ্ভোধন ঘোষনা করেন।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া সংসদীয় আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুল রশিদ, অতিরিক্ত মহাপরিচালক মাহবুবুর রহমান। প্রধান প্রকৌশলী রমজান আলী প্রামানিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর, নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদের সদস্য দেবব্রত দাশ দেবু, পৌর মেয়র আইয়ুব বাবুল, উপসচিব তৌফিক আল মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ ক ম শামসুজ্জামান চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ তিমির বরণ চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা বিজন চক্রবর্তী , দক্ষিণ জেলা জাতীয় শ্রমিকের সভাপতি নুরুল হাকিম , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জনাব রাশেদুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী অপু দেব, উপজেলা আওয়ামী লীগ নেতা নুরুর রশিদ চৌধুরী এজাজ, জনাব নুরুল আলম, জনাব শামশুল আলম, হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ফৌজুল কবির কুমার, কোলাগাঁও ইউপি চেয়ারম্যান জনাব মাহবুবুল হক চৌধুরী , ধলঘাট ইউপি চেয়ারম্যান বাবু রনবীর ঘোষ টুটুন, আশিয়া ইউপি চেয়ারম্যান জনাব এম এ হাশেম, হাবিলাসদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু মৃদুল নন্দী, সাধারণ সম্পাদক আবু মোঃ আবচার চৌধুরী সহ বিশিষ্ট সমাজসেবী গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
সভা অনুষ্টানের সঞ্চালনায় ছিলেন উপজেলা আ,মীলীগ নেতা মোঃ আবু ছালেহ চৌধুরী।