অরুন নাথ,পটিয়া প্রতিনিধিঃ
চটগ্রামের পটিয়া উপজেলার ঐতির্য্যবাহী সামাজিক সংগঠন প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১যুগ পূর্তি উপলক্ষে প্রকাশিত “আলোর সন্ধানে” স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান গতকাল শুক্রবার(৯ই ডিসেম্বর) বিকেলে বীরকন্যা প্রীতিলতা সাংস্কৃতিক কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়।একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবির সভাপতিত্বে এ স্মরণিকা মোড়ক উম্মোচনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সমাজ বিজ্ঞানী,প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন। এ সময়ে তিনি বলেন,শিক্ষার সাথে সংস্কৃতির চর্চার মানুষকে উদার করে এবং মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে। তাই শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের চর্চা ছড়িয়ে দিতে হবে। মেধাবী ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক প্রজন্ম তৈরি করতে হলে সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার এখন সময়ের দাবী।সাংস্কৃতিক সংগঠনের প্রকাশনাও গঠন মুলক সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রতিচ্ছবি।যার মাধ্যমে সৃজনশীল ও মননশীল চিন্তা চেতনার প্রকাশ পায়। একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি বলেন, প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি গত ১যুগ ধরে শিক্ষা ও সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ে কাজ করে যাচ্ছে। আবৃত্তি,বিতর্ক,সংগীত,ছবি আঁকার মত বিষয়গুলো মানুষের মনোজগতকে সমৃদ্ধ করে। প্রত্যয়ের সব কাজ নান্দনিক ও সৃজনশীল। যার মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে।সেই সাথে সংস্কৃতি চর্চার মাধ্যমে মেধাবী প্রজন্ম তৈরি হচ্ছে।১যুগ পূর্তি স্মরণিকা প্রত্যয়ের সাফল্যের ১যুগের ইতিহাস তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনবীর ঘোষ টুটুন, বীরকন্যা প্রীতিলতা সাংস্কৃতিক কমপ্লেক্সর এর সভাপতি পংকজ চক্রবর্তী, ট্রাস্টি সদস্য প্রবোধ রায় চন্দন,ধলঘাট ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শফিকুল ইসলাম বাবু,
একাডেমির নির্বাহী সদস্য বিশ্বজিৎ দাশ,সাংবাদিক অরুন কান্তি নাথ,সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সোহেল, একাডেমির সিনিয়র সদস্য সুকান্ত দাশ,শিবু মল্লিক প্রমুখ