অরুন নাথ,পটিয়া প্রতিনিধিঃ
চটগ্রামের পটিয়া উপজেলার মহিরা সার্ব্বজনীন বাসন্তী পূজা উদযাপন পরিষদের সার্বিক পরিচালনায় শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম ও বাসন্তী কমপ্লেক্স উন্নয়ন পরিচালনা পরিষদের উদ্যোগে যুগবতার ত্রিকালতর্শী মহাযোগী শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমের প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে দুইদিন ব্যাপী নানান ধর্মীয় অনুষ্টান মালার আয়োজন করা হয়েছে।
এ অনুষ্টান মালায় রয়েছে মহতী ধর্মসভা,মাতৃ সম্মেলন,গুনীজন সংবর্ধনা,মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান ও অষ্টপ্রহর ব্যাপী মহানামযজ্ঞ।
এ মহানাম সংকীওন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার(১৯শে জানুয়ারী)লোকনাথ সেবাশ্রম প্রাঙ্গনে দিনব্যাপী নানান ধর্মীয় মাঙ্গলিক অনুষ্টান শেশে বিকেলে এক মহতী ধর্মসভা বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ড সাবেক বোর্ড সদস্য প্রকৌশলী অন্জন কান্তি দাশ এর সভাপতিত্বে এবং বাবু সুমন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা আ,মীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম সামশুজ্জামান চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চটগ্রাম জেলা পরিষদের দুই বারের নির্বাচিত সদস্য ও জেলা আ,মীলীগ নেতা বাবু দেবব্রত দাশ দেবু,দক্ষিন জেঃ আ,মীলীগ সাংগটনিক সম্পাদক বাবু প্রদীপ দাশ,উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ তিমির বরন চৌধুরী,উপজেলা আ,মীলীগ সাধারন সম্পাদক অধ্যাপক হারুনূর রশিদ,অধ্যাপক সমীর দাশ,জিরি ইউনিয়ন আ,মীলীগ সভাপতি আজিমুল হক,চেয়ারম্যান আমিনুল ইসলাম খান টিপু,সমাজসেবক সুজিত রনজিৎ চৌধুরী,বাবু সুজিত গুপ্ত নান্টু,উপজেলা আ,মীলীগ নেতা মোজাম্মেল হোসেন রাজধন,রবিউল আলী বাবু খোকন দাশ।
আরো উপন্হিত ছিলেন মন্দির পরিচালনা পরিষদের সভাপতি রাজীব বরন সরকার,সাধারন সম্পাদক টুটুল বিশ্বাস,অর্থ সম্পাদক সানি চৌধুরী,উৎসব উদযাপন পরিষদের সভাপতি বাবু বিশু দাশ,সাধারন সম্পাদক বাবু প্রসান্ত কুমার সরকার টিসু,মন্দির ভূমি দাতা বাদল বিশ্বাস,মৃদুল বিশ্বাস,টুটুল বিশ্বাস,জুয়েল দাশ টিসু প্রমুখ।
উল্লেখ্য এ মহতী ধর্মসভা শেষে মহানাম সংকীওনের শুভ অধিবাস শুরু হয়ে শুক্রবার(২০শে জানুয়ারী) ভোর উষালগ্নে মহানাম সংকীওন শুরু হয়।