অরুন নাথ,পটিয়া প্রতিনিধিঃ
চটগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে পটিয়া উপজেলার শান্তিরহাট বাজারে আজ বুধবার(১১ই জানুয়ারী)দুপুর ১২টা নাগাদ পটিয়া উপজেলা প্রসাসন কর্তৃক রাস্তার দুপাশে সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনার এক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার, মোহাম্মদ আতিকুল মামুন এর নেতৃত্বে এই অভিযানে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী,পটিয়া থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার,হাইওয়ে সড়ক বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়রাম্যান জাকারিয়া ডালিম।
এ সময় অবৈধ স্থাপনা উচ্ছেদ,মোবাইল কোর্ট অভিযানে অর্থদণ্ড প্রদানসহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়।আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে এক সূত্রে জানা যায়।