পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ- ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করেছে আবদু সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়।দিবসটি উপলক্ষে ১৬ ডিসেম্বর শুক্রবার সকালে স্কুলের সৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন। পরে স্কুলের
মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক পীযুষ কান্তি পাল,সিনিয়র শিক্ষক এটিএম তোহা, মোঃ আবদুল মোতালেব, শিক্ষক এ এইচ রহমান, সরজিত কান্তি দাশ,শাহনাজ বেগম, নুরুল আবছার, শাহজাদী বিলকিস আক্তার,নিজাম উদ্দিন,আবু সিদ্দিক, মোঃ শরীফ,নুরুল ইসলাম, অন্তরা দাশ,মাহবুবুল আলম,মোঃ শরীফ আজাদ প্রমুখ।
প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের বিজয়ের আজ ৫১ বছর পূর্ণ হলো। মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আবদু ছোবান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মহান স্বাধীনতার ৫১তম বিজয় দিবস উদ্যাপিত হয়। আবদু ছোবান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, বিজয়ের ৫১তম বছরে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। আমরা আজ উন্নয়নশীল দেশের কাতারে সামিল হয়েছি। ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আবদু ছোবান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানউন্নয়নে শিক্ষক অভিভাবক সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।