অরুন নাথ,পটিয়া প্রতিনিধিঃ
চটগ্রামের পটিয়া উপজেলা জিরি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রবীন আওয়ামীলীগ নেতা হাজী আব্দুছ সবুর(৮৫) বার্ধক্য জনিত রোগে চিকিৎসাধীন অবস্হায় সাত পুত্র,এক কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গতকাল সোমবার (২রা জানুয়ারী)ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহী রাউজুন..)।তার মৃত্যু সংবাদে এলাকায় শোকের মাতম সৃষ্টি হয়।এর বিগত কয়েক বছর পূর্বে মরহুম আব্দুছ সবুর’কে রেখে তার স্ত্রী না ফেরার দেশে চলে যান।
আজ মঙ্গলবার (৩রা জানুয়ারী)জোহরের নামাজের পর দুপুর ২টায় তার গ্রামের বাড়ী এলাকার স্হানীয় এক মসজিদ মাঠে হাজারো মানুষের উপস্হিতিতে মরহুমের আত্মার মাগফেরাৎ কামনায় নামাজ-জানাযা শেষে পারিবারিক কবরস্হানে দাপন কার্য সম্পন্ন হয়।
এ জানাযায় উপস্হিত ছিলেন মীর গ্রুপ চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুস সালাম,সাগরিকা গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সামশুল আলম,বিশিষ্টি সমাজসেবক আবু তাহের মনসুর,আলহাজ্ব বদিউল আলম,জিরি ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম,শফিকুল ইসলাম,আমান উল্লা আমান,বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম খান টিপু,কুসুমপুরা ইউপির চেয়ারম্যান জাকারিয়া ডালিম,সমাজসেবক মোঃ ইছাহাক,জিরি মাদ্রাসা পরিচালক খোবাইব বিন তৈয়ব,সাঃ চেয়ারম্যান মনির আহমদ,জিরি ইউপি সদস্য নাসির উদ্দিন চৌধুরী,সাবেক মেম্বার মোঃ হাসান,ইউনিয়ন আ,মীলীগ নেতা পেয়ারুল ইসলাম পেয়ারু,মোঃ শাহাজাহান বাহাদুর সহ আরো বিশিষ্ট সমাজসেবী গন্যমান্য বাক্তিবর্গ।