পটিয়া রিপোর্টারঃ-চট্টগ্রামের পটিয়া পৌরসভার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার সকালে পৌরসভার হল রুমে আয়োজিত এ সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়। পটিয়া পৌরসভার কাউন্সিলর ও পৌরসভার তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গোফরান রানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল। এতে বিশেষ অতিথি ছিলেন- পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল মামুন, সংবর্ধিত অতিথি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আহমদ নবী, বীর মুক্তিযোদ্ধা একেএম আবদুল মতিন, বীরমুক্তিযোদ্ধা প্রফেসর আবু জাফর, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, প্রফেসর আবদুল আলিম, সাবেক কাউন্সিলর আবুল ফয়েজ, ২নং ওয়ার্ডের কাউন্সিলর ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন ও ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল,৫ নং ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শফিউল আলম, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সরোয়ার কামাল রাজিব মহিলা কাউন্সিলর ফেরদৌস বেগম ,নুর নাহার জালাল, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আহমদ ছফা, বীর মুক্তি যোদ্ধা গোলাম কিবরিয়া, আহমদ নুরসহ মান্যগন্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন- পৌরসভার স্টাফ বসু লাল দে। বক্তারা বলেন- ১৯৭১ সালে নয় মাসের যুদ্ধে ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়। মুক্তিযোদ্ধাদের আত্মদানের বিনিময়ে এ দেশের মানুষ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নিজেদের অধিকার ভোগ করছে। তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদেরকে আমরা আজীবন স্মরণ করে যাবো। আলোচনা সভা শেষে ১৫ মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট ও প্রাইজব্রন্ড প্রদান করা হয়।