অরুন নাথ,পটিয়া প্রতিনিধিঃ
শুক্রবার(২০শে জানুয়ারী)চটগ্রামের পটিয়া উপজেলা জিরি ইউনিয়ন এলাকার মালিয়ারার সামাজিক সংগঠন এস এম ই কর্তৃক আয়োজিত ১ম বারের মত অলনাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা উপলক্ষে এক সভা বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে এবং মোঃ মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্টিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চটগ্রাম ক্রিসেন্ট লজিষ্টিক লিমিটেড চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক বাবু নিপুর চৌধুরী।উদ্ভোধক হিসেবে উপস্হিত ছিলেন জিরি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম খান টিপু।বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহিম সওদাগর,বাবা সল্ট ইন্ডাষ্ট্রীজ চেয়ারম্যান ইসমাইল চৌধুরী বুলু,বিশিষ্ট ব্যবসায়ী আবদুল হামিদ গবর্নর,মেম্বার এম এ হাকিম চৌধুরী,সমাজসেবক হাবিবুর রহমান,বাব দীপক কানুনগো,মোঃ লিয়াকত আলী,ব্যাংকার মোঃ মানিক,মোঃ ওয়াজেদ হাসান,মোঃ নাছির,মোঃ খালেদ,মোঃ সাগর প্রমুখ।
উল্লেখ্য সভায় প্রধান অতিথি বলেন মাদক মুক্ত সমাজ বির্নিমানে যুব সমাজকে বিভিন্ন ক্রীড়ার প্রতি মনোযোগী করতে উপস্হিত সুধীজনের প্রতি জোর দাবী জানান।যুবসমাজকে মাদক,ইবটিজিং থেকে মুক্ত রাখতে অভিবাকদের অপূরনীয় ভূমিকায় সুনজর রাখতে হবে।মাদকের বিকল্প ক্রীড়া।ক্রীড়ায় শক্তি,মাদকের মুক্তি এসব আরো কথা বলেন তিনি।
উক্ত ফাইনাল খেলা দক্ষিন মালিয়ারা ব্রাদার্স ইউনিয়ন বনাম মরহুম হাজী জাফর আহম্মদ স্মৃতি সংঘ মধ্যে অনুষ্টিত হয়েছে।খেলা আড্ডা আড্ডা উওেজনা পূর্ন লড়াই শেষে ট্রাইবেকারে ২-০ গোলে হাজী জাফর আহমদ স্মৃতি সংঘ বিজয়ী হয়ে টুর্নামেন্টের বিজয় ট্রপি চিনিয়ে নেয়।