অরুন নাথ,পটিয়াঃ
পবিত্র রমজান সংযমে আত্মশুদ্ধি ও সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান উপলক্ষে ২৩শে এপ্রিল শনিবার পটিয়া উপজেলা ৬নং কুসুমপুরা ইউনিয়ন এলাকার মেহের আটি নুরুউদ্দিন শাহ(রঃ)দাখিল মাদ্রাসা এতিমখানা ও হেফ্জখানা পরিচালনা কমিটির সভাপতি ও অন্যতম প্রতিষ্টাতা জনাব মাহমুদুল হক এর সভাপতিত্বে এবং এম এ করিম চৌধুরীর সঞ্চালনায় রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্টাতা শিল্পপতি আলজাজ্ব জামাল ছাওার মিয়া।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার আজীবন দাতা ও চিটাগাং শপ ওনার্স এসোসিয়েশন সেক্রেটারী আলহাজ্ব মনছুর অালম চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অারজু ফ্লাওয়ার মিল চেয়ারম্যান ও মাদ্রাসার আজীবন দাতা শাহ্ মোহাম্মদ ইমরান,আব্দুল্লাহ ফুডস লিমিটেড পরিচালক আলহাজ্ব শাখাওয়াত হোসেন লিটন।প্রধান ওয়ায়েজ ছিলেন হিসেবে উপস্হিত ছিলেন মাওলানা কাজী মুহাম্মদ আতিকুল্লাহ।
এ সময়ে আরো উপস্হিত ছিলেন মাদ্রাসার ইফতার মাহফিল প্রস্তুতি কমিটির অাহব্বায়ক অালহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী যুগ্ম আহব্বায়ক আব্দুল মান্নান রানা,বশির আহমদ,এতিমখানা ও হেফজখানা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব মাওলানা আবদুল করিম চৌধুরী,ইউনিয়ন আ,মীলীগ নেতা নুরুল ইসলাম চৌধুরী, সামশুল আলম,আবু ছিদ্দিক,ফরিদুল আলম,মাহাবুবুল আলম চৌধুরী,মোজাম্মেল হক চৌধুরী,জবল আহমদ সওদাগর,আজগর আলী,কপিল উদ্দিন,নুরুল কবির নিজামী,আকতার হোসেন,মাওলানা নুর মোহাম্মদ,মুজিবুল হক,আবুল কাশেম,আতাউর রহমান চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য সভা শেষে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্টানের মধ্য দিয়ে ইফতার শুরু হয়ে সম্পন্ন হয়।