জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি:
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সমাবেশ ও আনন্দ র্যালি করেছে চন্দনাইশ থানা পুলিশ।
২৫ জুন শনিবার দুপুরে চন্দনাইশ থানা পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গণ হতে আনন্দ র্যালি শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গণে র্যালি শেষে সমাবেশের আয়োজন করা হয়।
থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন চন্দনাইশ পৌর মেয়র মাহবুবুল আলম খোকা,দক্ষিণ জেলা আ’লীগের বীর মুক্তিযোদ্ধা সহ-সভাপতি হাবিবুর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু, উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী, এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার (তদন্ত) শফিকুল ইসলাম,সেকেন্ড অফিসার খালেকুজ্জামান সহ থানায় কার্যরত সকল পুলিশ,পৌর আ’লীগের আহবায়ক কায়সার উদ্দিন চৌধুরী, যুগ্ন-আহবায়ক ফরিদুল ইসলাম চৌধুরী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নবাব আলী,ইউপি চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন,খোরশেদুল আলম টিটু,এড.খোরশেদ বিন ইসহাক,এস এম সায়েম, পৌরসভা যুবলীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম চৌধুরী,সাধারণ সম্পাদক লোকমান হাকিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীরুল ইসলাম, পৌরসভা ছাত্রলীগের সভাপতি আমির হোসেন চৌধুরী আবিরসহ বিভিন্ন জনপ্রতিনিধিগণ,সাংবাদিক বৃন্দ,উপজেলা ও পৌর আ’লীগের ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী,শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ।
সভায় বক্তারা বলেন, আমরাও যে পারি, আমাদেরও সক্ষমতা আছে,শত ষড়যন্ত্র মোকাবিলা করে পদ্মা সেতু নির্মাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা সবাইকে দেখিয়ে দিয়েছেন।