মোঃ জাহিদুল ইসলাম, দুমকি উপজেলা প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি এর উদ্দ্যেগে ট্রেনিং অন সিটিজেন চার্টার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০.০০ টায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স কক্ষে এ ট্রেনিং কর্মসূচি অনুষ্ঠিত হয়। আইকিউএসি বিভাগের ডিপুটি রেজিস্ট্রার ড.আমিনুল ইসলাম টিটো’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.স্বদেশ চন্দ্র সামন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ইনচার্জ) প্রফেসর ড. সন্তোষ কুমার বোস এবং আইকিউএসি বিভাগের অতিরিক্ত পরিচালক ড.কুমার দেবাশীষ দত্ত। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইকিউএসি বিভাগের পরিচালক প্রফেসর ড.শহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন’ ৪১ বাস্তবায়ন করতে হলে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে সর্বক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। ক্ষমতার অপব্যবহার করে কর্তব্য অবহেলা করলে উন্নয়ন ও অগ্রযাত্রা ব্যহত হবে। যার যার অবস্থান থেকে অর্পিত দ্বায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। তাহলেই পবিপ্রবি এগিয়ে যাবে এবং দেশ এগিয়ে যাবে। এর আগে একই কক্ষে সকাল ৯.০০ টায় সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহনে ঘন্টা ব্যাপি সভা অনুষ্ঠিত হয়।