মোঃ জাহিদুল ইসলাম, দুমকি পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসে উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে ৪র্থ বার্ষিক সায়েন্টিফিক কনফারেন্স ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
১৮ ডিসেম্বর, শনিবার ২০২১ ইং সকাল ৯ টায় দিন ব্যাপী কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন (ভার্চুয়ালী) করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।
কনফারেন্সের প্রতিপাদ্য বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম খান, প্রাক্তন উপাচার্য, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ, প্রাক্তন মহাপরিচালক, বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা কেন্দ্র, সাভার, ঢাকা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. মোহাম্মদ রহুল আমীন, কনভেনর, কনফারেন্স আয়োজক কমিটি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেন্টার ফর রির্সাচ এন্ড ট্রেনিং সেন্টার এর পরিচালক অধ্যাপক ড. আবুল কাশেম চৌধুরী, এএনএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আহসানুর রেজা ও প্রাণীসম্পদ দপ্তর, বরিশাল বিভগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. নুরুল আলম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির সদস্য-সচিব ও সহযোগী অধ্যাপক ড. অসীত কুমার পাল। সায়েন্টিফিক সেশনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন এএনএসভিএম অনুষদের অধ্যাপক মোহাম্মদ আনিসুর রহমান, প্রাণীসম্পদ দপ্তরের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, মাস্টার্সের গবেষক ফেলো ডা. মিজানুর রহমান, ডা. মাহাফুজা স্বর্ণা, ডা. সুকান্ত বিশ্বাস প্রমুখ। এছাড়াও কনফারেন্সে মোট ১৭ টি গবেষণা পোস্টার উপস্থাপন করা হয়। কনফারেন্সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা, বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মকর্তা, ঔষধ কোম্পানির প্রতিনিধি, অনুষদীয় ছাত্র-ছাত্রীসহ প্রায় ২৫০ জন অংশগ্রহণ করেন। এ তথ্য নিশ্চিত করেন জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মোঃ এমরান হোসেন।