দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে পানিতে ডুবে ৪র্থ শ্রেনীর এক শিশুর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। শিশুটির বাবা আবদুল খালেক হাওলাদার বাদী হয়ে সন্তান হত্যার দাবিতে মামলা দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া গ্রামের ৮ বছরের ছেলে জিহাদ অটোচালক মিন্টু মিয়ার স্ত্রী মোসা. খাদিজা বেগমের আগের সংসারের সন্তান । প্রতিবেশী শিশুদের সাথে ২৩ এপ্রিল বাড়ির পাশের নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় জিহাদ নিখোঁজের দুদিন পর চরগরব্দি চর থেকে লাশ উদ্ধার করে দুমকি থানা পুলিশ।
এ ঘটনার চার দিন পরে খাদিজার সাবেক স্বামী আবদুল খালেক তার শিশুপুত্রকে পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগে পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলাটি দায়ের করেন।
এদিকে একটি অপমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সাবেক স্ত্রী খাদিজা বেগম ও তার স্বজনদের আসামি করে হত্যামামলা দায়ের করায় এলাকায় মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান সিকদার বলেন, খাদিজার সাবেক স্বামী ভালো না। শুনেছি অন্তঃসত্ত্বা অবস্থায় তাদের তালাক হয়। ছেলেটি জন্মের পর তার বাবাকেও দেখেনি, কোনোদিন খোঁজখবরও নেয়নি। সম্প্রতি পানিতে ডুবে মারা যায়। এলাকার শত শত মানুষ দেখেছে। এ অপমৃত্যুর ঘটনায় হত্যামামলার কোনো যৌক্তিকতা দেখছি না।
এব্যাপারে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম বলেন, মামলা হয়েছে শুনেছি। তবে এখনো আমাদের কাছে আসেনি।#