মোঃ জাহিদুল ইসলাম, দুমকি, পটুয়াখালী প্রতিনিধি:
দক্ষিনাঞ্চল বাসীর স্বপ্নের পায়রা সেতুর উদ্বোধন উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছেন দুমকি উপজেলা ছাত্রলীগ। শনিবার সকাল ১০ টায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সবুজ সিকদারের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রাটি থানাব্রীজ এলাকায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে দুমকি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে দুমকি উপজেলার লেবুখালীতে পায়রা সেতু নির্মান করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সবুজ সিকদার। আনন্দ শোভাযাত্রা উপজেলা ছাত্রলীগের কয়েক’শনেতা-কর্মী অংশগ্রহণ করেন।