চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন ফুলছড়ি বনবিভাগ থেকে শহীদুল ইসলাম (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে চকরিয়া থানার পুলিশ। ঐ কিশোর লামা উপজেলার ফাঁসিয়া খালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ফকিরা খোলা গ্রামের নুরুল আমিনের পুত্র বলে জানা গেছে।
বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়া খালী ইউনিয়নের ফকিরা খোলা গ্রামের নূরুল আমিনের স্ত্রী শাহনা বেগম জানান, তার পুত্র শহীদুল ইসলাম সহ স্থানীয় ৩ কিশোর মিলে সন্ধ্যায় পার্শ্ববর্তী জঙ্গলে লাকড়ী কুড়াতে যায়। রাত ৮ টায় খবর আসে বন বিভাগের লোকেরা শহীদ কে গুলি করেছে। এ সংবাদ পেয়ে আত্বীয স্বজনরা বনে তালাশি করার সময় এক পর্যায়ে দেখতে পায় ফুল ছড়ি বনে কিশোর শহীদের নিতর দেহ মাটিতে পড়ে আছে।
চকরিয়া থানার পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে লাশটি উদ্ধার করে ১ আগষ্ট সকালে কক্সবাজার মর্গে প্রেরন করেন। বিকাল সাড়ে তিন টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ গ্রামের বাড়ীতে এখনো আনা হয়নি।
এদিকে অভিযুক্ত বনকর্মীরা অফিসে তালা দিয়ে আত্মগোপনে চলে গেছে বলে জানা গেছে। চাঞ্চল্যকর এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া।