[পটিয়া প্রতিনিধি ]পশ্চিম পটিয়ার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মোহাম্মদ নগর প্রত্যয়ী সংঘ (পটিয়া) এর ব্যবস্থাপনায় ৫ম বারের মত সৃজনশীল মেধা অন্বেষণ “প্রত্যয়ী মেধা বৃত্তি পরীক্ষা- ২০২২” এর বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের “ফলাফল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান” অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পূর্ন হয়েছে।মোহাম্মদ নগর প্রত্যয়ী সংঘ এর সভাপতি সালাহউদ্দিন মোহাম্মদ ইমরানের সভাপতিত্বে এবং অত্র সংগঠনের সাধারণ সম্পাদক রেফাত হোসেন রবিন ও সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন সুজনের যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলার নির্বাহী অফিসার জনাব মো. আতিকুল মামুন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন জনাব প্রফেসর এ.বি.এম আবু নোমান। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য জনাব মোহাম্মদ ফারুক।
অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন অত্র এলাকার কৃতিসন্তান ৪নং কোলাগাঁও ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মাহবুবুল হক চৌধুরি ,উপস্থিত ছিলেন ৬নং কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাকারিয়া ডালিম। নজীর আহমেদ দোভাষ ফাউন্ডেশনের পক্ষ হতে উপস্থিত ছিলেন দোভাষ ফাউন্ডেশনের অর্থ সচিব জনাব মো. নজরুল ইসলাম, ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব কাজী মোর্শেদ।এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা চট্টগ্রাম দক্ষিণ জেলার জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ সোলায়মান, কোলাগাঁও ইউনিয়নের ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আরিফ মাহমুদ চৌধুরি, জিরি ইউনিয়ন পরিষদের সচিব জনাব আবদুল মালেক, মাদার্শা ইউনিয়ন পরিষদের সচিব জনাব রকিবুল হাসান এবং বিশিষ্ট সামাজিক সংগঠক সরোয়ার আজম খান, গিয়াস উদ্দিন, মো. আজম প্রমুখ।এসময়ে বৃত্তিপ্রাপ্ত প্রতি শ্রেণি থেকে প্রথম ৩ জন করে সর্বমোট ১৫জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ৫০ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এছাড়াও প্রতি শ্রেণির পরবর্তী ৪ জন করে মোট ২০ জন সহ সর্বমোট ৩৫জন কে পুরস্কৃত করা হয়…উক্ত মেধা বৃত্তি পরীক্ষার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন:ডক্টর জুলকারনাইন চৌধুরী (জীবন)চেয়ারম্যান: নজীর আহমেদ দোভাষ ফাউন্ডেশন।