বোয়ালখালী প্রতিনিধি:
নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। রবিবার ১জানুয়ারী সকালে বোয়ালখালী উপজেলা পরিষদ চত্বরে কেক কেটে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম সেলিম।
এসময় স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি বিজ্ঞান ও বাস্তবসম্মত শিক্ষার উপর গুরুত্ব দিতে বলেছেন তিনি।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাহেদা বেগম।
এতে প্রধান শিক্ষক ইসমাত ফারজানা ও সহকারী শিক্ষক ফারুক ইসলামের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার বিকাশ ধর, শারমিন জাহান, শাহরিয়ার সুলতানা, প্রধান শিক্ষক নজির আহমদ সহ আরো অনেকে।