জাহাঙ্গীর আলম চৌধুরী,চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশ পৌরসভা সদরস্হ ঐতিহবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জোয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বিশিষ্ট লেখক আলা হযরত গবেষক হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা প্রিন্সিপাল আমিনুর রহমান দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে গতকাল রাত আটটার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ইন্তেকালে তাহার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী,১ ছেলে,২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আজ আসরের নামাজের পর জোয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মাঠে হুজুরের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য,তিনি জোয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা নাজেমে আলা হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা মুফতি শফিউর রহমান (রাহ:)এর ১ম পুত্র অধ্যক্ষ হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা মাহমুদুর রহমান (রাহ:) ১ম পুত্র এবং ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস,সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা ফখরুদ্দিন (রাহ:) এর প্রথম জামাতা।