1. [email protected] : admin :
  2. [email protected] : News Editor : News Editor
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকীতে মাটিরাঙ্গায় চারা বিতরণ - DeshBarta
সোমবার, ২৮ নভেম্বর ২০২২, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়া ৯৪ এর ফ্যামিলি মিলন মেলা ও মেজবান উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত খালিয়াজুরীতে ৯ই ডিসেম্বর বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল শিশু আয়াত হত‍্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান – বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন দুমকি উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল। গামছা পলাশ ও দিপা’র নতুন গান ‘চক্ষু দুটি কাজলকালো’ চট্টগ্রাম সিটি একাডেমি স্কুলের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন  ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা তৃণমূলে প্রতিষ্ঠায় নির্মূল কমিটির অবদান অনস্বীকার্য’ বাঁশখালী সম্মেলনে ড.সেকান্দর চৌধুরী দাকোপ রিপোর্টার্স ক্লাবের উপ নির্বাচনে কোষাধ্যক্ষ পদে অরুপ সরকার নির্বাচিত। মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশনের উদ্যেগে মসজিদে বয়স্কদের কোরআন শিক্ষা কোর্সের উদ্ভোধন মরহুম নুরুল ইসলাম ডিসি ফুটবল একাদশ ৩-১ গোলে জয়ী

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকীতে মাটিরাঙ্গায় চারা বিতরণ

  • সময় সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৪৯ পঠিত

প্রতিনিধি, খাগড়াছড়ি :

যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিুবর রহমানের সহধর্মীনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা, চারা বিতরণ ও আলোচনা সভার আয়োজন করেছে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগ।

সোমবার (৮ আগস্ট) বিকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মাটিরাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বাবুল আহম্মদ‘র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো. তাজুল ইসলাম ও মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন লিটন প্রমুখ।

এসময় মাটিরাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো. কামরুল ইসলাম, মাটিরাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শাহাদাত হোসেন, মাটিরাঙ্গা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. হারুন মিয়া, মাটিরাঙ্গা পৌর জাতীয় শ্রমিক লীগের আহবায়ক মো. জাহাঙ্গীর হোসেন ও মাটিরাঙ্গা পৌর যুবলীগের সভাপিত মোশারফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। সরাসরি রাজনীতির সাথে যুক্ত না থেকেও বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রেরণার সবচেয়ে বড় উৎস ছিলেন বেগম মুজিব। জীবনের প্রতিটি মুহূর্তে বঙ্গবন্ধুকে তিনি মনোবল, সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছেন।’

পরে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরাসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে তিনি দিবসটি উপলক্ষ্যে নেতাকর্মীদের মাঝে কয়েক‘শ ফলদ গাছের চারা বিতরন করেন।

এর আগে সকাল ৮টার দিকে দলীয় কার্যালয়ে সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মাটিরাঙ্গা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগ।

বর্ণাঢ্য এ অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও জাতীয় শ্রমিক লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক দেশ বার্তা
Theme Customized By TeqmoBD