জাহাঙ্গীর আলম চৌধুরী,চন্দনাইশ প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশের দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়িতে ৫ টি প্রকল্পের উদ্ভোধন করা হয়েছে।
১৮ ডিসেম্বর (রবিবার) সকালে বহুল প্রত্যাশিত জিরোবুক সেতু,ধোপাছড়ি উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবন, মুক্তিযোদ্ধা কর্ণার ও ২ টি রাস্তার কাজের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেছেন চট্রগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি।
পরে ধোপাছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ধোপাছড়ি উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এম আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ,উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার, ধোপাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আলীম,এড.খোরশেদ বিন ইসহাক,মোহাম্মদ ইউচুপ চেয়ারম্যান,শাহজাদা দেলওয়ার হোসেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসহাক, এফ এম দিদারুল আলম, আবদুল শুক্কুর,নবাব আলী,মনসুর আলী ফয়সাল, লোকমান হাকিম,সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন,নুরুল কবির মেম্বার,জয়নাল মেম্বার, জাহাঙ্গীর আলম সোহেল, মোটর সাইকেল চালক সমিতির সভাপতি দিদারুল আলম, শ্রমিকলীগ নেতা ফরিদুল আলম সহ এলাকার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ,ছাত্র শিক্ষকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।