(চট্রগ্রাম) অফিস
চট্রগ্রামের বাঁশখালীতে ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স বাঁশখালী আঞ্চলিক সম্মেলন ২০২১ অনুষ্টান বাঁশখালী উপজেলার পৌর সদরের গ্রীণপার্ক কমিউনিটি সেন্টারে ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিঃ ২৫ শে নভেম্বর বৃহাস্পতিবার সকালে বাশঁখালী জোনাল অফিস ইনচার্জ ও সহকারী ব্যাবস্হাপনা পরিচালক মোঃ ফরহাদুল আলম তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অথিতি হিসাবে উপস্তিত ছিলেন ঢাকা হেড অফিসের (মূখ্য নিবাহী কর্মকর্তা ও সিইও) রোটারীয়ান মোহাম্মদ গিয়াস উদ্দীন চৌধুরী, সঞ্চালণায় ছিলেন আরাফাতুল ইসলাম, বিশেষ অথিতি ছিলেন, চট্রগ্রাম জোনাল হেডকোয়াটার সিনিয়র সহকারী ব্যাবস্হাপনা পরিচালক ও ইনচার্জ মোহাম্মদ আনিছুল হক আনিছ,বাঁশখালী জোনাল অফিসের জি এম জাহেদ হোসাইন তালুকদার, জি,এম, ওয়াহিদুল আলম তালুকদার, জি,এম, ইকবাল হোসেন, ডি,জি,এম মোহাম্মদ বাবুল মিয়া সিকদার, ডি,জি,এম,নুরুল হুদা বাবুল, ডি,জি,এম, পারভিন আক্তার, ও গুনাগারি এজেন্সি অফিসের ডি,জি,এম ও ইনচার্জঃ জয়নাল আবেদিন জাবের, এ,জি,এম ও ইনচার্জঃ সরলিয়া বাজার এজেন্সি অফিস ও ছনুয়া হযরত ফাতেমা রাঃ ইসলামী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রসা,হেফজখানা এতিমখানার প্রতিষ্টাতা পরিচালক মাওঃ আলমগীর কবির, এ,জি,এমঃ মোঃ সোহেল হাসান রানা, এবং জোনাল অফিস সহ সকল এজেন্সি অফিসের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্তিত ছিলেন।অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন ব্যাবসায়ীক বিষয় নিয়ে আলোচনা করা করেন। সবাইকে ট্রাষ্ট ইসলামি লাইফ ইন্সুরেন্সের সাথে কাজ করার আহ্বান জানান। সভা শেষে গ্রাহকদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।