চট্টগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অধীনে পরিচালিত ‘ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচী’ বাঁশখালীর ১০টি ইউনিয়নে নতুন করে নেওয়া ৫ জন করে মহিলা স্বেচ্চাসেবকদের গিয়ার (ব্যক্তিগত সরঞ্জাম) প্রদান করা হয়। বাঁশখালী উপজেলা অফিসার্স ক্লাবে মঙ্গলবার সকালে গিয়ার (ব্যক্তিগত সরঞ্জাম) প্রদান অনুষ্ঠান বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী,বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচী’(সিপিপি)র সহকারি পরিচালক মোঃ সাইফুল ইসলাম। সিপিপির জাতীয় পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ স্বেচ্চাসেবক ও টিম লিড়ার কল্যাণ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিপির উপজেলা টিম লিড়ার মোহাম্মদ ছগীর, ইউনিয়ন টিম লিড়ার দেলোয়ার হোসেন, মোঃ হারুনুর রশিদ,আবুল হোসেন ও অফিস সহায়ক মিটু কুমার দাশ সহ দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য বাঁশখালীর ১০টি ইউনিয়নে ৭১টি ইউনিটে ১৪২০ জন স্বেচ্চাসেবক রয়েছে। তার মধ্যে নতুন করে নেওয়া ৩৫০জন মহিলা স্বেচ্চাসেবকদের পর্যায়ক্রমে এ সরঞ্জাম প্রদান করা হচ্ছে ।