চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বিজয়ের বইমেলার ৪র্থ দিনে আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হয় লেখক সমাবেশ ও ছড়া কবিতা পাঠ। সিনিয়র সহসভাপতি প্রকাশক রেহেনা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কবি অধ্যাপক ফাউজুল কবির। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শাহ আলম নিপু, কবি জিন্নাহ চৌধুরী, ছড়াশিল্পী এমরান চৌধুরী, ছড়াশিল্পী উৎপল কান্তি বড়ুয়া ও কবি আলী প্রয়াস।
চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের যুগ্ম সম্পাদক অধ্যাপক গোফরান উদ্দীন টিটুর সঞ্চালনায় কবিতা ও ছড়া পাঠ করেন ছড়াশিল্পী জসীম মেহবুব, কেশব জিপসি, ফারুক হাসান, ফারজানা রহমান শিমু, প্রদ্যোত কুমার বড়ুয়া, নান্টু বড়ুয়া, সৈয়দ খালেদুল আনোয়ার, মাইনুদ্দিন জাহেদ, হৃদয় হাসান বাবু, অভিলাষ মাহমুদ, আজহার মাহমুদ, মিজানুর রহমান শামীম, মোদাচ্ছের আলী মাসুম, রাসু বড়ুয়া, উত্তম কুমার আচার্য, ফারজানা ফাইজা, আকাশ আজিজ, সুপ্রতিম বড়ুয়া, সেলিনা আক্তার খানম, অপু চৌধুরী, তানহা তাবাসসুম সাবরিনা প্রমুখ।