আমিনুর ইসলাম, ঢাকাঃ
কৃষিমন্ত্রী ডক্টর মো: আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষিতে আমাদের বিপুল সম্ভাবনা, এখন সময় সুযোগগুলোকে সত্যিকার কাজে লাগানো। হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে “ভালো উৎপাদনে ভালো পুষ্টি, আর ভালো পরিবেশেই উন্নত জীবন” শীর্ষক কারিগরি সেশনে প্রধান অতিথি ছিলেন তিনি। কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, এফএও অনুষ্ঠানের আয়োজক। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন, গেইন এর নির্বাহী পরিচালক ড. লরেন্স হাদ্দাদ। ভিডিও বার্তার মাধ্যমে বিশ্বখাদ্য দিবস উদযাপনের সাফল্য কামনা করেন এফএওর মহাপরিচালক কিউ দোংয়ু।