অরুন নাথ,পটিয়া প্রতিনিধিঃ
চটগ্রামের পটিয়া ধলঘাট বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট্রের উদ্যোগে বীরকন্যা প্রীতিলতা গন সাংস্কৃতিক মঞ্চে বিজয় দিবস উপলক্ষে তারুণ্যের মাঝে সাংস্কৃতিক জাগরন সৃষ্টির প্রয়াসে সপ্তাহ ব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়।গতাকল শুক্রবার ৯ই ডিসেম্বর বিকাল ৩টায় এ সপ্তাহ ব্যাপী সাংস্কৃতিক উৎসবের শুভ উদ্ভোধন বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ও বাংলাদেশ আওযামীলীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ড.অনুপম সেন।প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ১০নং ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনবীর ঘোষ টুটুন।বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ধলঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম বাবুল।সপ্তাহ ব্যাপী এই অনুষ্টান পরিক্রমায় গতকাল প্রীতিলতা সাংস্কৃতি জোট,
নৃত্যাষ্ণর সাংস্কৃতিক একডেমি,বোধন আবৃওি পরিষদ ও চটগ্রামের থিয়েটার মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা করেন।এছাড়াও আগত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনকে প্রীতিলতা শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের প্রতিষ্টাতা সভাপতি পংকজ চক্রবর্তীর সভাপতিত্বে ও আজীবন সদস্য প্রবোধ রায় চন্দন এর সঞ্চালনায় অনুষ্টিত সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসবের সার্বিক সফলতা ও সকলের সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেন অতিথিরা।
অদ্যকার এই উদ্ভোধনী সভায় উপস্হিত ছিলেন ট্রাস্টি সাংবাদিক আবদুর রাজ্জাক, মোহাম্মদ আলী,কৃষ্ণা চক্রবর্তী,বিশ্বজিৎ দেব,শিউলী চক্রবর্তী,জয়নাল আবেদীন রূপক চক্রবর্তী,প্রিয়া বিশ্বাস,চন্দন দাশ,সংগীত শিক্ষক বরুন পালিত,আকরাম হোসেন,রাহুল দে,বিপ্লবী দলের সদস্য দূর্জয় চক্রবর্তী,রাহুল দে,প্রান্ত দে,আকাশ দে,প্রমা দে প্রমুখ।