বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে ৫ বসতঘর।
বুধবার (৪ জানুয়ারি) ভোর ৪ টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মুছার বাপের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রান্না ঘরের লাকড়ীর চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মং সুই নু মারমা। তিনি বলেন, আগুনে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফয়ার সার্ভিসে দুইটি গাড়ি প্রায় ঘণ্টা খানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
রাউজান পাহাড়তলী সোনালী ব্যাংক লিমিটেড চুয়েট ব্রাঞ্চের অফিসার অগ্নিক্ষতিগস্ত মোহাম্মদ মুছা রাসেল বলেন আমি ঘুম ছিলাম হঠাৎ বাইরে শব্দ শুনে ভাবলাম ভূমিকম্প হচ্ছে তাই ঘুম থেকে উঠে বাইরে দেখি আগুন চারিদিকে ছড়িয়ে গেছে তৎক্ষনাৎ ঘরে ঢুকে আমার স্ত্রী পরিবার নিয়ে বাইরে বেরিয়ে এসে প্রাণে বেঁচে যায়। কিন্তু আমার জীবনের অর্জিত শিক্ষা সনদসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র আগুনে পুড়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান, আগুনে সৈয়দ আলম, নুরুল ইসলাম, আবুল কাশেম ও বাচা মিয়ার বসতঘর পুড়ে গেছে।