বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে সরকারি সড়ক ও খালের জায়গা অবৈধভাবে দখল করে নির্মিত ৪টি দোকান উচ্ছেদ করেছেন । (৩ জানুয়ারি) মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আরাকান সড়কের ফুলতল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় । অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।
আদালত সূত্রে জানা যায়, সড়ক ও মহাসড়কের জায়গা অবৈধভাবে দখল করে নির্মিত স্থায়ী ও অস্থায়ী স্থাপনাসমূহ সরিয়ে নেওয়ার জন্য বারবার মাইকিং করা সত্ত্বেও অবৈধ দখলদারগণ স্থাপনা সরিয়ে না নেওয়ায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করে অন্তত ৪টি দোকান উচ্ছেদ করা হয় । এসময় উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতা করেন বোয়ালখালী থানা পুলিশ এবং বোয়ালখালী পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।