বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ১৪ জানুয়ারি শনিবার উপজেল সদর বিআরডিবি হল রুমে সকাল নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে।
১১টি পদের এ নির্বাচনে বিভিন্ন পদে ২১ জন প্রার্থী ছিলেন। ৫২টি প্রতিষ্টানে একজন করে মোট ভোটার ছিলেন ৫২ জন।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন, এসোসিয়েশন’র আহবায়ক মো. সানাউল্লাহ ফারুকী, যুগ্ন আহবায়ক মো. আবু জাফর ও সদস্য মো. আব্দুল মান্নান। নির্বাচনে প্রধান পরিদর্শক ছিলেন, ইলিপসিস স্কুল’র রেক্টর সাংবাদিক মনজুর মোরশেদ।
নির্বাচনে সভাপতি পদপ্রার্থী এ নুর ব্লসম স্কুল প্রধান সেকান্দর আলম বাবর সর্বোচ্চ ৪০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী বোয়ালখালী ডিজিটাল একাডেমির প্রধান ১০ ভোট পেয়েছেন। স্কলারস আইডিয়াল স্কুল প্রধান ২৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. আরিফুল হক ২১ভোট পেয়ে ২য় হয়।
নির্বাচনে অংশ গ্রহণ করে সহ-সভাপতি মোহাম্মদ আলী ২৯ ভোট, যুগ্ম সম্পাদক আবুল হাশেম সিকদার ২৫ ভোট, প্রচার সম্পাদক মনজুর মোরশেদ ৩৬ ভোট, শিক্ষা সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম ২৬ ভোট, সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদ হোসেন ৩৬ ভোট, নির্বাহী সদস্য শামীম আকতার ২৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মুহাম্মদ সানাউল্লাহ ফারুকী, অর্থ সম্পাদক পদে রবিউল করিম ও ক্রীড়া সম্পাদক পদে শামসুন নাহার বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হন।
এসোসিয়েশনের আহবায়ক মো. সানাউল্লাহ ফারুকী জানান, বোয়ালখালী উপজেলায় ৫২টি কিন্ডারগার্টেন রয়েছে। এর মধ্যে প্রায় সহস্রাধিক শিক্ষক রয়েছে। এসোসিয়েশন এসব শিক্ষকদের সুবিধা অসুবিধা সহ আইনি বিষয়ে কাজ করছে। এসোসিয়েশন স্বচ্ছ সুন্দর ও সুশৃঙ্খল পরিচালনার নিমিত্তে এ নির্বাচন।
যুগ্ন আহবায়ক মো. আবু জাফর বলেন, যথাযথ নিয়ম অনুসরণ করে স্বচ্ছ ব্যলেটের মাধ্যমে উৎসব মূখর পরিবেশে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হয়।