বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সৈয়দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ মফিজুর রহমান প্রকাশ মফিজ মাষ্টার ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার সকাল ১১টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি দুই ছেলে তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মফিজ মাষ্টারের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে তাঁর ছাত্র, শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেন। এছাড়াও শোক প্রকাশ করেন, ৬নং পোপাদিয়া ইউনিয়ন চেয়ারম্যান এস এম জসিম, সৈয়দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়েয় প্রধান শিক্ষক সৈয়দ মুহাম্মদ জামানুল ইসলাম, এ নুর ব্লসম স্কুলের প্রধান শিক্ষক সেকান্দর আলম বাবর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সিনিয়র সদস্য শাহজাদা সৈয়দ শামসুল আবেদীন তারেক, মুহাম্মদ মুরশেদ আলম মানিক মাইজভাণ্ডারী প্রমুখ।
রোববার এশারের নামাজের পর সৈয়দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে জানান নিহতের ছেলে মিজানুর রহমান।
উল্লেখ্য, মফিজুর রহমান মাষ্টার ০১ জুন ১৯৭৮ইং হতে ৩০ জুন ২০১৬ইং পর্যন্ত দীর্ঘদিন সৈয়দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষকের দায়িত্ব পালন করে। এছাড়াও তিনি বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সমাজ কল্যাণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।