ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ উপজেলার বড় মহেশখালী নতুন বাজারে কুতুবজোম তাজিয়া কাটা থেকে মৃত মহিষ এনে জবাই করে মাংস বিক্রির সময় দুই বিক্রেতা কে গ্রেফতার করেছে পুলিশ।
০৭ ডিসেম্বর (মঙ্গলবার) বড় মহেশখালী নতুন বাজারে মৃত মহিষ এনে জবাই করে মাংস বিক্রি হচ্ছে মর্মে খবর ছড়িয়ে পড়ে।
তৎক্ষনাৎ বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত উল্লাহ বাবুল ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সাথে নিয়ে অভিযান পরিচালনা করে মাংস সহ দু’জন বিক্রেতা কে আটক করে মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম কে খবর দেয়।
সহকারী কমিশনার ভূমি বিষয় টি মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাই কে অবগত করলে- তিনি ডিউটি অফিসার এসআই মনিষ সরকার কে ঘটনাস্থলে পাঠিয়ে দু’জন কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
উদ্ধারকৃত মাংস মাঠিতে পুঁতে ফেলা হয়েছে।।