পথশিশুদের সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন। ইতিমধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনা শুরু করেছে। ড্যান্ডি (গাম) মাদক তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য সংগঠনের পক্ষ থেকে জোড় দাবী তোলা হচ্ছে। আমরা খুব শীঘ্রই সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করতে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় অদ্য ৫ জানুয়ারি সংগঠনের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তের উপ-পরিচালকের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সাবেক কাউন্সিলর আনজুমান আরা বেগম, সাধারণ সম্পাদক জাফর ইকবাল, যুগ্ম-সাধারণ সম্পাদক আবছার উদ্দিন অলি, অর্থ সম্পাদক জাকিয়া জাহান নিপু সহ অন্যান্য নেতৃবৃন্দ।