রাজীব, মহানগর প্রতিনিধিঃ
চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ রোভার স্কাউট গ্রুপের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে শীতবস্ত্র এবং কাপড় বিতরণ।
বালুচড়া আহম্মদ আলী রোডে বখতেয়ার কলনিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ ৮০ টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র এবং কাপড় বিতরণ করে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ রোভার স্কাউট গ্রুপ ।শীতবস্ত্র বিতরন সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের মাননীয় অধ্যক্ষ ও গ্রুপ সভাপতি কর্নেল মুজিবুল হক সিকদার (পিবিজিএম) মহোদয়,উপাধ্যক্ষ(কলেজ) অধ্যাপক মিসেস রাশেদা আকতার, গ্রুপ সম্পাদক সহকারী অধ্যাপক মিসেস মোমেনা আকতার, রেড ক্রিসেন্ট দায়িত্বপ্রাপ্ত স্যার মো.আবদুল কাদের মিয়া,আরএসএল জনাব ফিদা হাসান ভূঁইয়া, আরএসএল জনাব মোহাম্মদ জাহীদুল ইসলাম,আরএসএল জনাব সুমন কুমার শীল,গার্ল ইন আরএসএল মিসেস ফারজানা আকতার, গার্ল ইন আরএসএল মিসেস ববি বড়ুয়া,সিনিয়র রোভার মেট পারভেজ সরকার।