আমিনুর ইসলামঃ
মানিকগঞ্জের পাটুরিয়া ৫নং ঘাটে আমানত শাহ ফেরি কাত হয়ে ডুবে গেছে। আমানত শাহ ফেরিটি সকাল ৯টার দিকে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে রাজবাড়ীর দৌলদিয়া ঘাট থেকে ছেড়ে আসে। সেসময় ফেরিটিতে ছোট বড় মিলিয়ে প্রায় ২৩টি যান ছিলো। সকাল সাড়ে ৯টার দিকে শাহ আমানত ফেরিটি পাটুরিয়ার ৫নং ঘাটে নোঙ্গর করে। কয়কটি ছোট যান নামার পর থেকেই ফেরিটি কাত হয়ে ডুবে যেতে শুরু করে। কর্তৃপক্ষ জানায়, ফেরিতে ১৭টি যানবাহন ছিলো। উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও বিএআইডাব্লিউটিএ এবং উদ্ধারকারী জাহাজ হামজা। মুন্সিগঞ্জ থেকে যাচ্ছে আরেক উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। ফেরিডুবির ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।