মোঃ জাহিদুল ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: মুজিব শতবর্ষ উপলক্ষে দুমকিতে চেয়ারম্যান কাপ ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।শনিবার বিকেল চারটায় উপজেলার জয়গুনেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় ইউনাইটেড ওয়ারিয়ার্স, কালেখা মাঈন সুপারস্টারকে ৩/২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। উক্ত খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হন বিজয়ী দলের সুদেব দাস এবং ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন জীবন। উক্ত খেলায় লীগ পদ্ধতিতে মোট ১৬ টি দল অংশ গ্রহণ করে।
মুরাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মিজানুর রহমান সিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব কাজী রুহুল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য ও শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম ছালাম, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন,দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দূস সালাম সহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ।