আমিনুর ইসলামঃ
উপমহাদেশের সব চেয়ে বড় যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ই নভেম্বর যাত্রা শুরু করে সংগঠনটি। পঁচাত্তরের ১৫ই আগস্ট জাতির পিতার পরিবারের সাথে হত্যা করা হয় যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিকেও। প্রতিষ্ঠাবার্ষিকীতে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে যুবলীগ। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়তে যুব সমাজ এগিয়ে যাবে বলেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।