মুহাম্মদ ইরফাত হোসেন চৌধুরী
রাউজান প্রতিনিধি।
গহিরা কাসেম ফকির (রহঃ) শাহী জামে মসজিদ পরিচালনা কমিটি, ইমামে আলা হযরত স্মৃতি সংসদ ও এলাকাবাসী যৌথ উদ্যোগে ১৬তম পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল ০৫ অক্টোবর বুধবার বাদে এশা হতে সুলতান নশরত শাহ্ দিঘীর দক্ষিণ পার্শ্বস্থ ময়দানে অনুষ্ঠিত হয়।
মাহফিলে গহিরা কাসেম ফকির (রহঃ) জামে মসজিদ খতিব মাওলানা মুহাম্মদ আহমদুল ইসলাম কাদেরীর সভাপত্বিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪নং গহিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নুরুল আবছার।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব রাউজান নাতোয়ান বাগিচা শমসের নগর তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদরাসার সুপার শায়ের মাওলানা সৈয়্যদ মুহাম্মদ এহসান কাদের কাদেরীর
এতে গহিরা কাসেম ফকির (রহঃ) জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা শাহজানপুর গাউসুল আজম জামে মসজিদের খতিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শায়েখ হযরতুলহাজ্ব আল্লামা আবদুল মোস্তাফা রহিম আল-আযহারী (মাঃজিঃআঃ)। বিশেষ বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের ইসলামি আলোচক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ ওয়াহিদুর রহমান আল-কাদেরী (মাঃজিঃআঃ)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাসেম ফকির (রহঃ) জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সমাজ সেবক মুহাম্মদ রফিক সওদাগর, সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক মুহাম্মদ আলমগীর জামান, সমাজসেবক সেলিম কাদের, এনাম উদ্দিন রুবেল, হাসান মুরাদ, নাছের উদ্দিন হাসান মোরশেদ, ইউপি সদস্য খুরশেদ, জাহেদ, ওয়াহিদুর রহমান,
এতে আরো উপস্থিত ছিলেন এলাকার প্রবাসী বৃন্দসহ ইমাম আলা হযরত স্মৃতি সংসদের সভাপতি মোরশেদুল আলম, সাধারণ সম্পাদক শাকিল উদ্দিন, অর্থ সম্পাদক ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক সবুজ, রায়হান, হাসান, রাকিব, বাবু, শাহেদ, আরিফ, মোরশেদ, রহিম, নাঈম, নাজিম, মোরশেদ, জুয়েল, ফারুক, আশিক, মুসা, মঈন, শাকিব, হৃদয়, শাহেদ, রবিন, ইরফান, শাকিল, আলভী, সিফাত, রাব্বি, শুকুর, আকিব সহ আরো অনেকেই