মুহাম্মদ ইরফাত হোসেন চৌধুরী
রাউজান প্রতিনিধি
রাউজান প্রেসক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের পাশ্বস্থ রাউজান গিরিছায়া মিনি চিড়িয়াখানা ও রেস্টুরেন্টে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ন আহবায়ক এম.দিদারুল আলম।
রাউজান প্রেসক্লাবের সদস্য সচিব আনিসুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামী লীগের নেতা সোহেব খান,
রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের, নাজিম উদ্দিন মিঞাজী, এম.মামুনুর রশিদ, জাহাঙ্গীর সিরাজ তালুকদার, মোজাফফর হোসাইন সিকদার, একে বাবর, রবিউল হোসেন রবি, ইরফাত হোসেন চৌধুরী, মো.রবিন প্রমুখ।