মোহাম্মদ ইরফাত হোসেন চৌধুরী, রাউজান প্রতিনিধি
রাউজান সরকারি কলেজের ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’২২ রাউজান সরকারি কলেজ মাঠে ৩১মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি থেকে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এম.পি।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন সহ সভাপতি কামরুল ইসলাম বাহাদুর, কাজী ইকবাল, যুগ্ম সম্পাদক প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান কাউন্সিলর আলমগীর আলী এডভোকেট সমীর দাশগুপ্ত জানে আলম জনি কাজী শওকত হাসান জসিম উদ্দিন চৌধুরী নজরুল ইসলাম চৌধুরী চেয়ারম্যান বি এম উদ্দিন হিরু, আব্দুল জব্বার সোহেল।
দিনব্যাপী নানা আয়োজনে মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করেন।
ক্রীড়া প্রতিযোগিতা সফল করতে কলেজের অধ্যাপক অধ্যাপিকা রোভার স্কাউট গার্ল গাইডস শিক্ষার্থী ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ সার্বিকভাবে সহযোগিতা করেন।