মোঃ জাহিদুল ইসলাম, দুমকি প্রতিনিধি:
বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনের অপেক্ষায় থাকা দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের লেবুখালী পায়রা সেতু পরিদর্শন করেন কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, বাংলাদেশ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি ও দুমকী উপজেলা পরিষদের চেয়ারম্যান , আলহাজ্ব হারুন-অর- রশীদ হাওলাদার শনিবার বিকেল চারটায়। এসময় লেবুখালী সেতুর প্রকল্প পরিচালক আবদুল হালিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মাসুদ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান, লেবুখালী ইউপি চেয়ারম্যান শাহআলম আকনসহ স্থানীয় সংবাদিকগন উপস্থিত ছিলেন।