প্রবাসীদের কল্যাণে আমরা এই শ্লোগান কে নিয়ে এক ঝাক রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীদের ছোঁয়ায় প্রতিষ্ঠিত একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও প্রবাসীদের কল্যাণে নিয়োজিত লোহাগাড়া প্রবাসী সমিতি,সৌদি আরব’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ।
মঙ্গলবার(২৯ নভেম্বর) এ উপলক্ষে পবিত্র নগরী মক্কায় আলোচনা সভা,কেক কাটা এবং দোয়া মাহফিলেও মাধ্যমে দিবসটির কর্মসূচি পালন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির সমন্বয়ক ও সংগঠনের উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক ফরহাদ এইচ রেজা এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জাকের উল্লাহ বাচ্চু। সাংগঠনিক রির্পোট পেশ করেন সাধারণ সম্পাদক তারেক আজিজ চৌধুরী। উদ্বোধক ছিলেন সংগঠনের উপদেষ্ঠা কাজী রাসেল প্রধান অতিথি হিসেবে ছিলেন সংগঠনের উপদেষ্টা আবুল কালাম আজাদ,প্রধান আলোচক সংগঠনের উপদেষ্টা মুরিদুল আলম চৌধুরী মুরাদ,শুভেচ্ছা বক্তব্যে রাখেন সংগঠনের উপদেষ্টা রাশেদুল আমিন চৌধুরী,সিনিয়র সহ সভাপতি এস এম আবু তাহের, সহ সভাপতি শাহেদ হোসেন চৌধুরী কপিল, সংগঠনের যুগ্ম সম্পাদক ইমরান খান বাপ্পি, ব্যবসায়ী হারুনুর রশিদ,ব্যবসায়ী নুরুল আলম, এটিএন নিউজ মক্কা প্রতিনিধি সাজেদুল রহমান সহ প্রমুখ।
উল্লেখ্য,”লোহাগাড়া প্রবাসী সমিতি সৌদি আরব ” কোভিড-১৯,করোনা মহামারী কালীন এবং করোনা পরবর্তী সময় মুমূর্ষদের শতাধিক প্রবাসী ও তাদের পরিবার কে মানবিক উপহার প্রদান, প্রবাসে অসুস্থ প্রবাসীদের সেচ্ছায় রক্তদান সহ প্রবাসে ও লোহাগাড়া উপজেলায় অসহায় ও দু:স্থদের মাঝে চিকিৎসা সহায়তা, মানবিক উপহার সহ প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে।