অরুন নাথ,পটিয়া প্রতিনিধিঃ
চটগ্রামের পটিয়া উপজেলা জিরি ইউনিয়নের কৃতি সন্তান সুবেদার গ্রুপের প্রতিষ্টাতা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, শিল্পপতি আলহাজ্ব লোকমান হাকিম এর প্রথম মৃত্য বার্ষিকী শুক্রবার (২রা ডিসেম্বর) দিন ব্যাপী নানান আয়োজনে দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে দোয়া, খতমে কোরান ও ঈসালে সওয়াব এর নিয়তে তার নিজ বাড়ীর মাঠ প্রাঙ্গনে পরিবারের পক্ষ থেকে এক বিশাল জিয়াফত অনুষ্টান করা হয়।
অসম্প্রদায়িক চেতনার প্রানপুরুষ লোকমান হাকিমের সুযোগ্য সন্তান ফেরদৌস ওয়াহিদ বাপ্পী ও নাঈম এর উদ্যোগে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ২৫ হাজার মানুষের ভূরিভোজনের এ আয়োজনে ওই এলাকা জমসমুদ্রে পরিনত হয়।
উক্ত অনুষ্টানে অতিথি হিসেবে কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি,আলহাজ্ব আবু রেজা নদবী এমপি, মীর গ্রুপ পরিচালক আব্দুস সালাম, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ ড্রাইরেক্টর আহমেদুল হক, সাগরিকা ষ্টীল মিল লিঃ পরিচালক সামশুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক বদিউল আলম, দক্ষিন জেলা আ’মীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, সমাজসেবক সামশুল আলম সওদাগর, ফরিদুল আলম সওদাগর সহ আরো বিভিন্ন এলাকার বিশিষ্ট সমাজসেবী, ব্যবসায়ী,গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন মাদ্রাসার আলেম -ওলেমা গন এ অনুষ্টানে যোগদান করেন।
উপস্হিত বিশিষ্ট ব্যক্তিদের সৌজন্য সাক্ষাতের অভিমতে বলেন লোকমান হাকিম পৃথিবী থেকে চির বিদায় নিলেও অমর হয়ে থাকবে সমাজসেবায় দেশে তার গড়া অবদানের অসংখ্য স্মৃতি। সকলেই তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।