ডেস্ক রিপোর্ট
চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিকদলের সভাপতি ও সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা কামাল পাশার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এবং রাউজান- রাঙ্গুনীয়ার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী । এক শোক বার্তায় সাবেক সাংসদ আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, ” জীবদ্দশায় মোস্তফা কামাল পাশা ইসলামী মূল্যবোধ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শের পতাকা সমুন্নত রাখতে নিরলস ভাবে কাজ করে গেছেন । বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য তার ত্যাগ -তিতিক্ষা-শ্রম স্বর্ণাক্ষরে লেখা থাকবে । দেশের চরম ক্রান্তিলগ্নে তার আকস্মিক বিদায় ইসলামী মূল্যবোধ এবং জাতীয়তাবাদী শক্তির জন্য বড় আঘাত । সর্বশক্তিমান মহান আল্লাহ যেন মোস্তফা কামাল পাশা কে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং উনার পরিবারের সকল সদস্যদের এ শোক সইবার শক্তি প্রদান করেন ।