দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রতিটি শ্রেণি-পেশার মানুষের মতো শ্রমজীবী মানুষের ভূমিকা ও অবদান কারও চেয়ে কম নয়। শ্রমজীবী মানুষের ভূমিকা বলতে গেলে অন্যান্য পেশার মানুষের চেয়েও এগিয়ে। স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামেও শ্রমজীবী মানুষের অংশগ্রহণ ও অবদান ঈর্ষনীয়। চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় বক্তারা এ কথা বলেন।
বৃহত্তর চট্টগ্রামের পরিবহন শ্রমিকদের অধিকার আদায়ের সংগঠন ‘চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগ’-এর উদ্যোগে গতকাল ১৫ অক্টোবর শুক্রবার বিকাল চারটায় নগরীর মোমিন রোডস্থ সুন্নি জলসা’র কার্যালয়ে সংগঠনের কার্যকরী সভাপতি স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কালিম শেখের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বিশিষ্ট শ্রমিক নেতা হাবিবুর রহমান হাবিব। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর চালক-মালিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন ড্রাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার সভাপতি এম এ হাকিম, বাংলাদেশ মোটর শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মো. আবু সুফিয়ান।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা শ্রমিকবান্ধব সরকার। শ্রমিকদের কল্যাণে সরকার আন্তরিকতার সাথে পাশে থেকে শ্রমিকদের জন্য কাজ করে আসছে। সকল শ্রমজীবী মানুষকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. আবু হানিফ জনি, মো. হাসান মুরাদ, মো. সাহিদ, সাংগঠনিক সম্পাদক মো. বায়েজীদ ফরায়েজী, মহিলা সম্পাদক সাথী কামাল, বিশিষ্ট ব্যবসায়ী মো. গোলাম মোস্তফা।